তিস্তা অভিমুখে বিএনপির কর্মসূচি, সারাদেশে সভা-সমাবেশের ঘোষণা

অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তা অভিমুখে কর্মসূচি পালন করবে বিএনপি। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দলটির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন। কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর লালমনিরহাট সীমান্তে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এদিকে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, গণতান্ত্রিক উত্তরণে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, এবং রাষ্ট্রে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার দাবিতে সারাদেশে সভা-সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানায়, ১২ ফেব্রুয়ারি থেকে রমজান শুরুর আগ পর্যন্ত জেলা ও মহানগর পর্যায়ে পর্যায়ক্রমে এসব সভা-সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপি বলছে, জনগণের দাবি আদায়ে তারা আন্দোলন চালিয়ে যাবে এবং সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে জনমত গড়ে তুলবে।
আপনার মতামত লিখুন