নিয়োগ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

সচিবালয়ে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে তারা এ ঘোষণা দেন।
সচিবালয়ে গিয়ে ৬ সদস্যের প্রতিনিধি দল সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের সদস্য জান্নাতুল নাইম জানান, তারা শিক্ষা সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ আলমের সঙ্গে বৈঠক করেছেন। তবে আগের মতোই শুধু আশ্বাস দেওয়া হয়েছে, কার্যকর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাদের জানানো হয়েছে, বিষয়টি আদালতের এখতিয়ারভুক্ত এবং সরকার এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। পরে উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে তিনি আশ্বস্ত করেন যে সুপারিশপ্রাপ্ত ৬ হাজার ৫৩১ জনের কাউকেই বাদ দেওয়া হবে না। তবে দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিয়োগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।
নাইম আরও বলেন, সরকার বারবার আশ্বাস দিলেও বাস্তবে কোনো অগ্রগতি নেই। তারা স্পষ্টভাবে জানিয়েছেন, এবার তারা ঘরে ফিরবেন না। যতদিন পর্যন্ত নিয়োগ সংক্রান্ত দাবি বাস্তবায়ন না হবে, ততদিন রাজপথে আন্দোলন চলবে। এরই মধ্যে, দাবি বাস্তবায়নের জন্য বুধবার দুপুর ১২টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করা হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
এর আগে, আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবরোধ করলেও পুলিশ তাদের সরিয়ে দিতে জলকামান, সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী পুলিশ হেফাজতে নেওয়া হয়।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩ এর তৃতীয় ধাপে উত্তীর্ণদের অভিযোগ, তাদের নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে থাকলেও আকস্মিকভাবে তা বাতিল করা হয়েছে। তারা ইতোমধ্যে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করে, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন এবং পুলিশ ভেরিফিকেশনও শেষ হয়েছে। তবে নিয়োগ কার্যক্রম স্থগিত থাকায় ৬ হাজার ৫৩১টি পরিবার চরম অনিশ্চয়তায় পড়েছে।
গত ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট ঢাকা ও চট্টগ্রাম বিভাগে তৃতীয় ধাপের ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করে মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দেন। তবে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।
আপনার মতামত লিখুন