শিল্পে ভূগর্ভস্থ পানির নিয়ন্ত্রণ ও পরিবেশবান্ধব উৎপাদনে জোর দেবে সরকার

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৪৯ অপরাহ্ণ
শিল্পে ভূগর্ভস্থ পানির নিয়ন্ত্রণ ও পরিবেশবান্ধব উৎপাদনে জোর দেবে সরকার

শিল্প কারখানায় ভূগর্ভস্থ পানির পুনর্ব্যবহার উৎসাহিত করতে এবং রাসায়নিক ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করবে সরকার। যেসব কারখানা অতিরিক্ত পরিমাণে পানি ব্যবহার করবে, তাদের ওপর করারোপ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সাসটেইনেবল অ্যাপারেল ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে নীতিমালা সংস্কার করা হবে, যাতে পুঁজি ও মুনাফা স্থানান্তরের প্রক্রিয়া সহজ হয়। বাংলাদেশ বর্তমানে বার্ষিক ৪০-৪৫ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে, যা উৎপাদনের ক্ষেত্রে পানি, বিদ্যুৎ-জ্বালানি ও রাসায়নিক ব্যবহারের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে উন্নত বিশ্বের ক্রেতারা টেকসই উৎপাদন ব্যবস্থাকে গুরুত্ব দিচ্ছেন। তাই বাংলাদেশের পোশাক খাতেও পরিবেশবান্ধব উদ্যোগ জোরদার করা অপরিহার্য।

ইউরোপীয় ইউনিয়নের মিশন প্রধান মাইকেল মিলার বলেন, বাংলাদেশ বছরে ইউরোপে ২০ বিলিয়ন ইউরোর পোশাক রপ্তানি করে। এলডিসি থেকে উত্তরণের পর এই বাজার ধরে রাখতে হলে পরিবেশ সংরক্ষণ নীতিগুলো মেনে চলা জরুরি। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, শিল্প কারখানায় উচ্চমাত্রায় ভূগর্ভস্থ পানি ব্যবহারের ওপর সরকার মাশুল ধার্য করবে এবং পানির ব্যবহার কমাতে নীতিমালায় উৎসাহিত করা হবে। পাশাপাশি শ্রমিকদের শোভন মজুরি ও পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া নিশ্চিতে ক্রেতাদেরও ন্যায্য মূল্য দিতে হবে।

বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী আরও বলেন, অব্যবহৃত অর্থনৈতিক অঞ্চলগুলোর জমি ১০-১৫ বছর মেয়াদি সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হবে। বিদেশি বিনিয়োগ সহজ করতে সরকার নীতিমালা সংশোধন করছে এবং কয়েক বছরের মধ্যে ১০০টির পরিবর্তে ৫টি অর্থনৈতিক অঞ্চলে শিল্পায়নে গুরুত্ব দেওয়া হবে।

সাসটেইনেবল অ্যাপারেল ফোরামের ষষ্ঠ আয়োজনে পোশাক খাত নিয়ে সেমিনার, মতবিনিময় এবং সরাসরি কারখানা পরিদর্শন করবেন সফররত বিদেশি ক্রেতাদের প্রতিনিধিরা।