সাইফ আলি খানের উপর হামলার পর প্রতিক্রিয়া: সবার ভালবাসা অনুভব করেছি

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:২১ অপরাহ্ণ
সাইফ আলি খানের উপর হামলার পর প্রতিক্রিয়া: সবার ভালবাসা অনুভব করেছি

১৫ জানুয়ারির মধ্যরাতে সাইফ আলি খান দুষ্কৃতীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন এবং তাঁকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। ২১ জানুয়ারি, পাঁচদিন পর হাসপাতাল থেকে ছাড়া পান সাইফ। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বিরাট বিপদ থেকে অল্পের জন্য বেঁচে গেছেন।

হাসপাতাল থেকে মুক্তি পাওয়ার পর সাইফকে নিজের আবাসনের নিচে দেহরক্ষীদের সঙ্গে হাঁটতে দেখা যায়। তবে, এই ঘটনাকে কেন্দ্র করে নেটপাড়ায় নানা মন্তব্য ও ব্যঙ্গের সৃষ্টি হয়, এমনকি অনেকেই প্রশ্ন তোলেন যে, সাইফ আসলেই আহত হয়েছিলেন কিনা।

এ বিষয়ে সাইফ আলি খান ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, “এ ধরনের প্রতিক্রিয়া আসবে বলেই ভাবছিলাম। কিছু মানুষ হয়তো একে মিথ্যা বলবে, কেউ হাস্যরস করবে, আবার কেউ পরিহাস করবে। এসব হতে থাকলে দুনিয়াটা অনেক রঙিন থাকে।”

তিনি আরও বলেন, “এই সময়টাতে যা অনুভব করেছি, তা হলো ভালোবাসা। অনেক মানুষের ভালোবাসা এবং সহানুভূতির জন্য আমি কৃতজ্ঞ। এ সময় আমার পাশে ছিলেন অটোচালক থেকে শুরু করে হাসপাতালের কর্মীরা।”

সাইফ তার অস্ত্রোপচারের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “৬ ঘণ্টার অস্ত্রোপচারে আমার ঘাড়ে ৩০টি সেলাই এবং পিঠে ২৫টি সেলাই পড়েছে। তবে, আমি মরে যাইনি, পঙ্গু হইনি, আস্তে আস্তে সুস্থ হয়ে উঠব।”

অপরাধী শরিফুলের বিষয়ে সাইফ বলেন, “তৈমুরের মতে, আমি তাঁকে ক্ষমা করে দিতাম যদি সে আমাকে ছুরি মারত না। কিন্তু সে আমার বাড়িতে ঢুকেছিল এবং ছুরি মেরেছে, যা সীমাহীন বাড়াবাড়ি ছিল।”