আট বছর গোপন বন্দিদশার অভিজ্ঞতা: আইনজীবী আহমাদ বিন কাসেমের হৃদয়বিদারক বর্ণনা

সুপ্রিম কোর্টের আইনজীবী আহমাদ বিন কাসেম আরমান দীর্ঘ আট বছর গোপন বন্দিদশায় কাটানোর অভিজ্ঞতা প্রকাশ করেছেন। রাজধানীর উত্তরায় র্যাব-১ এর ‘আয়নাঘর’ পরিদর্শনের সময় তিনি নিজের বন্দিজীবনের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেন।
তিনি জানান, তাকে দিনের বেলা চোখ বেঁধে ও হাতকড়া পরিয়ে বসিয়ে রাখা হতো এবং রাতে পিছমোড়া করে বাঁধা হতো। দিনের পর দিন তাকে এক জায়গায় বসিয়ে রাখা হতো, দাঁড়ানোরও অনুমতি দেওয়া হতো না। কোনো প্রশ্ন করলে বলা হতো, “স্যার আসবেন।” তিনি জানান, বন্দিদশায় তিনি মোবাইলের রিংটোন ও দামি পারফিউমের ঘ্রাণ পেতেন, যা থেকে বুঝতে পারতেন কেউ পেছন থেকে দেখছে।
আরমান বলেন, যখন তাকে ছেড়ে দেওয়া হয়, তিনি প্রথমে ভেবেছিলেন, তাকে হয়তো হত্যা করা হবে। পরে জানতে পারেন, ৬ আগস্ট ভোরে মুক্তি পান, তার আগের দিনই কিছু লোক পালিয়ে যায়।
পরিবারের অভিযোগ, শেখ হাসিনার নিরাপত্তারক্ষী বাহিনী ২০১৬ সালের ৯ আগস্ট মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে তুলে নিয়ে যায় এবং দীর্ঘ আট বছর গোপন কারাগারে আটকে রাখে। এ ঘটনায় মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
আপনার মতামত লিখুন