জন এফ. কেনেডি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ২,৪০০ গোপন নথি উদ্ধার করল এফবিআই

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৩৭ অপরাহ্ণ
জন এফ. কেনেডি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ২,৪০০ গোপন নথি উদ্ধার করল এফবিআই

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ. কেনেডি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট নতুন ২,৪০০টি গোপন নথির সন্ধান পেয়েছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সংস্থাটি জানিয়েছে, এসব নথি ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশনের (NARA) কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

১৯৬৩ সালের ২২ নভেম্বর ডালাসে জন এফ. কেনেডি হত্যাকাণ্ডের নথিগুলো ১৯৯০-এর দশকে মার্কিন সরকার বাধ্যতামূলকভাবে সংরক্ষণে রাখার সিদ্ধান্ত নেয়। যদিও কিছু নথি প্রকাশ করা হয়েছে, গবেষকদের মতে, এখনো প্রায় ৩,০০০ নথি পুরোপুরি বা আংশিকভাবে গোপন রাখা হয়েছে।

এফবিআই নতুন নথিগুলোর বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে হত্যাকাণ্ড সম্পর্কিত ফাইল সংরক্ষণে নিয়োজিত মেরি ফেরেল ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জেফারসন মোরলে এই নথি প্রকাশকে ‘সতেজভাবে স্পষ্ট’ বলে উল্লেখ করেছেন।

কেনেডি হত্যাকাণ্ড দীর্ঘদিন ধরে বিতর্কিত একটি বিষয়, এবং এই নতুন নথিগুলো হত্যার পেছনের রহস্য উন্মোচনে নতুন তথ্য আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।