জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সিলেট-১০ ও বেগমগঞ্জ-৪ ওয়েস্ট কূপের গ্যাস

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:০৭ পূর্বাহ্ণ
জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সিলেট-১০ ও বেগমগঞ্জ-৪ ওয়েস্ট কূপের গ্যাস

চলতি মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে সিলেট-১০ ও বেগমগঞ্জ-৪ ওয়েস্ট কূপের গ্যাস। দুই কূপ থেকে দৈনিক ৩৫ থেকে ৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের আশা করছে পেট্রোবাংলা। প্রতিষ্ঠানটি মনে করছে, গ্রীষ্মকালে বিদ্যুৎ ও গ্যাসের বাড়তি চাহিদা সামাল দিতে এ সংযোজন কিছুটা হলেও সহায়ক হবে।

২০২৩ সালের নভেম্বরে সিলেট-১০ কূপে তেল ও গ্যাসের সন্ধান মিললেও প্রয়োজনীয় পাইপলাইন না থাকায় এক বছরেরও বেশি সময় ধরে সেটিকে জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হয়নি। অবশেষে ৬ ইঞ্চি ব্যাসার্ধের পাইপলাইন নির্মাণকাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান জানিয়েছেন, চলতি মাসেই এ লাইন দিয়ে জাতীয় গ্রিডে প্রতিদিন ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হবে। একই মাসে বেগমগঞ্জ-৪ ওয়েস্ট কূপের গ্যাসও যুক্ত করা হবে, যেখান থেকে আসতে পারে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস।

ভূতত্ত্ববিদ ও জ্বালানি বিশেষজ্ঞ ড. বদরূল ইমাম বলেছেন, নতুন কূপ দুটি জ্বালানি ঘাটতি কমাতে কিছুটা ভূমিকা রাখবে, যদিও বড় ধরনের পরিবর্তন আশা করা যাচ্ছে না। সংকট এড়াতে কূপ খননের সংখ্যা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।

সিলেট-১০ কূপের সফল অনুসন্ধানকে ইতিবাচক হিসেবে দেখছে পেট্রোবাংলা। তারা সেখানে নতুন কূপ খননের পরিকল্পনাও নিয়েছে, যা ভবিষ্যতে দেশের জ্বালানি নিরাপত্তায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।