হামাসের ঘোষণা: পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি জিম্মিদের মুক্তি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ঘোষণা করেছে যে, পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে। আরব নিউজ জানিয়েছে, হামাসের এই ঘোষণা গাজা উপত্যকায় নতুন করে হুমকি হয়ে ওঠা একটি বড় বিরোধের নিষ্পত্তি করবে।
হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, মিসর ও কাতারের মধ্যস্থতাকারীরা তাদের সকল বাধা দূর করতে কাজ করবে এবং যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন হবে। তাদের বিবৃতিতে আরও বলা হয়, আগামী শনিবার আরও তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে।
এদিকে, হামাসের ঘোষণার পর ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এতে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি আপাতত অব্যাহত থাকবে, যদিও ভবিষ্যত এখনও অনিশ্চিত।
ইসরায়েলি সেনারা গাজায় তাঁবু এবং আশ্রয়কেন্দ্রে প্রবেশ করে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করার অভিযোগ তোলে হামাস, ফলে হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি বিলম্বিত করার সিদ্ধান্ত নেয়। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছিল, চুক্তির সময় অনুযায়ী মুক্তি না দিলে তারা নতুন করে হামলা চালাবে।
হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল-কানুয়া বলেন, তারা চুক্তি বাস্তবায়নে আগ্রহী এবং ইসরায়েল যেন তা পুরোপুরি মেনে চলে, তা নিশ্চিত করতে চান। তিনি আরও বলেন, ট্রাম্প এবং নেতানিয়াহু যে হুমকি ও ভয় দেখানোর ভাষা ব্যবহার করেছেন, তা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের বিরুদ্ধে কাজ করছে।
গাজা প্রধান খলিল আল-হাইয়ার নেতৃত্বে হামাসের একটি প্রতিনিধি দল গত বুধবার মিশরীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে অচলাবস্থা নিরসনের চেষ্টা করেছে। আলোচনার সঙ্গে যুক্ত এক ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন, মিসর ও কাতার যুদ্ধ ফিরে আসা ঠেকাতে সমাধান খোঁজার চেষ্টা করছে।
আপনার মতামত লিখুন