ইসরায়েল লেবাননের ভূখণ্ড থেকে সরে যেতে প্রস্তুত, সেনা প্রত্যাহারের ঘোষণা

লেবাননের ভূখণ্ড থেকে সরে যেতে এবং যুদ্ধবিরতি চুক্তির নির্ধারিত সময়সীমার মধ্যে অঞ্চলগুলো লেবাননের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে প্রস্তুত ইসরায়েল। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
২৭ নভেম্বর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির অধীনে জাতিসংঘের শান্তিরক্ষীদের পাশাপাশি দক্ষিণ অঞ্চলে লেবাননের সামরিক বাহিনী মোতায়েন করার কথা। তবে ইসরায়েলি বাহিনী ৬০ দিনের সময়কালে সেনা প্রত্যাহারের কথা বললেও পরে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত থেকে যাওয়ার ঘোষণা দেয়।
ইসরায়েলি কর্মকর্তা বলেন, আমরা এখনো যুক্তরাষ্ট্রের নজরদারি চুক্তি অনুযায়ী সেনা মোতায়েন রেখেছি। লেবাননের সেনাবাহিনীর কাছে নিয়ন্ত্রণ হস্তান্তরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।
লেবাননের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতির মধ্যে সম্প্রতি ইসরায়েলি বিমান ইয়াতের শহরের কাছের স্থানগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলীয় গ্রাম ও শহরগুলোর ওপর যুদ্ধবিমান উড়তেও দেখা গেছে।
লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরিহ বৃহস্পতিবার বলেছেন, যুক্তরাষ্ট্র তাকে জানিয়েছে, ১৮ ফেব্রুয়ারি ইসরায়েল সেনা প্রত্যাহার করলেও তারা পাঁচটি স্থানে থাকবে। তবে লেবানন তা প্রত্যাখ্যান করেছে।
বেরিহের উল্লিখিত পাঁচটি স্থানের ক্ষেত্রেও সেনা প্রত্যাহারের বিষয়টি প্রযোজ্য হবে কি না সে বিষয়ে ইসরায়েলি কর্মকর্তা কোনো মন্তব্য করেননি। তবে ওই কর্মকর্তা বলেন, সামরিক প্রত্যাহার চলছে এবং চুক্তির পরবর্তী ধাপে বলা হয়েছে, আমরা ব্লু লাইন থেকে সরে যাব।
আপনার মতামত লিখুন