ট্রাম্পের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করছে গণমাধ্যম

ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদির সাম্প্রতিক বৈঠকে বাংলাদেশের প্রসঙ্গ উঠে এলে ট্রাম্পের দেওয়া সংক্ষিপ্ত বক্তব্য কিছু গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বিশেষ করে ডেইলি স্টার বাংলা সংস্করণে প্রকাশিত একটি শিরোনাম— “বাংলাদেশের বিষয়গুলো মোদির হাতে ছেড়ে দিচ্ছি : ট্রাম্প”—সমালোচনার মুখে পড়েছে। অন্যান্য কয়েকটি গণমাধ্যমও একই ধরনের শিরোনাম দিয়েছে, যা বিভ্রান্তিকর বলে দাবি করছেন বিশ্লেষকরা।
আসল ঘটনাটি ছিল ভিন্ন। এক ভারতীয় সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞেস করেন, বাইডেন প্রশাসনের সময় বাংলাদেশে ‘রেজিম চেঞ্জ’—অর্থাৎ সরকার পরিবর্তনে মার্কিন প্রশাসনের ‘ডিপ স্টেট’ ভূমিকা রেখেছে কিনা। ট্রাম্প স্পষ্টভাবে এই অভিযোগ অস্বীকার করেন এবং বিরক্তিসূচক ভঙ্গিতে মোদির দিকে ইঙ্গিত করে বলেন, এই প্রশ্নের উত্তর মোদিকেই করতে দেওয়া হোক।
অর্থাৎ, ট্রাম্প মোদিকে বাংলাদেশ নিয়ে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব দেননি, বরং তিনি সাংবাদিকের প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব মোদির ওপর ছেড়েছিলেন। অথচ কিছু গণমাধ্যম এটিকে এমনভাবে উপস্থাপন করেছে যেন ট্রাম্প বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব ভারতের প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন।
এই ভুল ব্যাখ্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। আইন বিশেষজ্ঞ ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুলও এ বিষয়ে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি গণমাধ্যমগুলোর উদ্দেশ্যে প্রশ্ন তুলেছেন—এটি কি কেবল অনুবাদের ভুল, নাকি ইচ্ছাকৃতভাবে ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা?
তিনি অনলাইন ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছেন, মূল ভিডিও দেখে নিজেরাই সিদ্ধান্ত নিতে। কারণ এখন আর আগের যুগ নেই, যখন যেকোনো ভুল তথ্য সহজেই গিলিয়ে দেওয়া যেত। সংবাদমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা আরও দায়িত্বশীল হয়ে সত্য প্রকাশ করে এবং সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরে।
আপনার মতামত লিখুন