বাংলাদেশ ক্রিকেট দল চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দেশ ছেড়েছে, লক্ষ্য ৩০ কোটি টাকার প্রাইজমানি

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:২১ অপরাহ্ণ
বাংলাদেশ ক্রিকেট দল চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দেশ ছেড়েছে, লক্ষ্য ৩০ কোটি টাকার প্রাইজমানি

বাংলাদেশ ক্রিকেট দল চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দেশ ছেড়েছে। দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক ফটোসেশন শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, “আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছি।” টাইগার অধিনায়কের লক্ষ্য পূর্ণ হলে বাংলাদেশ দল পাবে প্রায় ৩০ কোটি টাকার বড় অঙ্কের প্রাইজমানি।

চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে এবং আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এবারের প্রাইজমানি বেড়েছে ৫৩ শতাংশ। আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবার চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার এবং রানার্স আপ দল পাবে ১১ লাখ ২০ হাজার ডলার। সেমিফাইনালে পৌঁছাতে না পারলেও বিদায়ী দুই দল পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার করে। পঞ্চম ও ষষ্ঠ স্থানে শেষ করা দল দুটি পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার করে, এবং তলানিতে থাকা দুটি দল পাবে ১ লাখ ৪০ হাজার ডলার করে।

এছাড়া, অংশগ্রহণকারী আটটি দল আলাদাভাবে ১ লাখ ২৫ হাজার ডলার পাবে। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচের বিজয়ী দল পাবে ৩৪ হাজার ডলার। সব মিলিয়ে, ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির মোট প্রাইজমানি হবে ৬ লাখ ৯০ হাজার ডলার।

গ্রুপ পর্বে অন্তত দুটি ম্যাচ জিততে হবে বাংলাদেশকে সেমিফাইনালে উঠতে। যদি দুটি ম্যাচ জয়ী হয়ে সেমিফাইনাল এবং ফাইনাল জয়ী হয়, তাহলে বাংলাদেশ প্রাইজমানি হিসেবে পাবে ২৪ লাখ ৩৩ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯ কোটি ৩৯ লাখ টাকা। তবে, যদি দলটি কোনো ম্যাচ না জিতে বিদায় নেয়, সেক্ষেত্রে তারা ২ লাখ ৬৫ হাজার ডলার পাবে, যা বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ২০ লাখ টাকার বেশি।