ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পোপ ফ্রান্সিস

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৫৯ অপরাহ্ণ
ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পোপ ফ্রান্সিস

ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) তাকে হাসপাতালে নেওয়ায় আগামী তিন দিন বেশ কয়েকটি পাবলিক ইভেন্টে যেতে পারবেন না তিনি, জানিয়েছে রয়টার্স।

ভ্যাটিকানের এক বিবৃতিতে বলা হয়, পোপ ফ্রান্সিসকে কিছু প্রয়োজনীয় ডায়াগনস্টিক পরীক্ষার জন্য এবং ব্রঙ্কাইটিসের চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এক সপ্তাহেরও বেশি সময় ধরে ব্রঙ্কাইটিসে ভুগছেন পোপ। ভ্যাটিকান জানায়, এর ফলে তিনি সেন্ট পিটার্স ব্যাসিলিকায় একটি প্রার্থনায় অংশ নেবেন না। আগামীকাল শনিবার পরিকল্পিত জমায়েত এবং সোমবার রোমের বিখ্যাত সিনেসিটা ফিল্ম স্টুডিওতে একটি সফর বাতিল করা হয়েছে।

হাসপাতালে যাওয়ার আগে শুক্রবার বেশ কয়েকটি বৈঠকও করেন পোপ। একটি ছিল সিএনএন নিউজ চ্যানেলের সিইও মার্ক থম্পসনের সাথে। পরে সিএনএন জানায়, পোপ মানসিকভাবে সতর্ক থাকলেও শ্বাসকষ্টের কারণে দীর্ঘ সময় কথা বলতে হিমশিম খাচ্ছিলেন।

পোপ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো, ভ্যাটিকানের জ্যেষ্ঠ কর্মকর্তা কার্ডিনাল লুইস তাগল এবং পুয়ের্তো রিকোভিত্তিক একটি ক্যাথলিক জনহিতকর দলের সঙ্গেও বৈঠক করেন।

ফিকোর সঙ্গে পোপের বৈঠকের ভিডিওতে দেখা যায়, পোপ ফ্রান্সিস তার ভ্যাটিকানের বাসভবনের একটি ডেস্কে বসে নরম সুরে কথা বলছেন।

ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে শ্বাসকষ্টে ভুগছিলেন ফ্রান্সিস। তিনি জানুয়ারি ও ফেব্রুয়ারিতে বেশ কয়েকটি পাবলিক ইভেন্টে বিবৃতি পড়া থেকে বিরত ছিলেন। অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, তবে সহায়তাকারীরা তার প্রস্তুত করা বক্তব্য পড়েছেন।

গত ডিসেম্বরে ভ্যাটিকানের বাসভবনে চিবুকে আঘাত ও জানুয়ারিতে হাতে আঘাত পান পোপ। পর্যায়ক্রমিক স্বাস্থ্য সমস্যা এবং গতিশীলতা কমা সত্ত্বেও ফ্রান্সিস বিদেশ ভ্রমণসহ ব্যস্ত সময়সূচি বজায় রেখেছেন।