চ্যাম্পিয়নস ট্রফির জন্য বাংলাদেশের চ্যালেঞ্জ, রিকি পন্টিংয়ের দৃষ্টিভঙ্গি ভিন্ন, বিসিবি পরিচালক ফাহিমের প্রত্যাশা

বাংলাদেশের সামনে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব কঠিন হতে যাচ্ছে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে শক্তিশালী ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। সেমিফাইনালে পৌঁছাতে হলে অন্তত দুই ম্যাচে জয় পেতে হবে টাইগারদের। তবে সাম্প্রতিক পারফরম্যান্স ও প্রতিপক্ষের শক্তির বিচারে এই পথ খুব সহজ হবে না।
অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং মনে করেন, এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ ভালো করার জন্য কঠিন সংগ্রামের মুখোমুখি হবে। আইসিসির এক পডকাস্টে তিনি বলেন, “বাংলাদেশের দলটি এখন পর্যন্ত সেরকম মানের নয়, বিশেষত চ্যাম্পিয়নস ট্রফির অন্যান্য দলগুলোর সঙ্গে তুলনা করলে। তারা সাধারণত হোম কন্ডিশনে ভালো খেলে, কিন্তু চ্যাম্পিয়নস ট্রফিতে এমন কন্ডিশন পাবেন না।”
তবে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম পন্টিংয়ের সাথে একমত নন। তিনি বলেছেন, “গত চার-পাঁচ মাসে বাংলাদেশের দলের যথেষ্ট উন্নতি হয়েছে, যা হয়তো পন্টিং দেখেননি বা ধারণা করতে পারেননি।” তিনি আরও জানান, “আমরা কিছু জায়গায় উন্নতি করেছি, বিশেষত দ্রুত রান করার ক্ষেত্রে এবং আত্মবিশ্বাসের অভাবে কিছু জায়গায় পার্থক্য দেখা যাবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেললে বাংলাদেশ কঠিন সময় দিতে পারবে।”
আপনার মতামত লিখুন