মেসির ইন্টার মায়ামি প্রাক-মৌসুমে ড্র, চার ম্যাচ পর জয়হীন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৩৩ অপরাহ্ণ
মেসির ইন্টার মায়ামি প্রাক-মৌসুমে ড্র, চার ম্যাচ পর জয়হীন

প্রাক-মৌসুম প্রস্তুতির শেষ ম্যাচে লিওনেল মেসির ইন্টার মায়ামি জয় পায়নি। ওরল্যান্ডো সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে মায়ামি। মেসি এ দিন নিষ্প্রভ ছিলেন, এবং গোল করতে ব্যর্থ হন।

১৫ ফেব্রুয়ারি ফ্লোরিডায় অনুষ্ঠিত এই ফ্রেন্ডলি ম্যাচে ৪২ হাজারের বেশি দর্শক উপস্থিত ছিলেন। ম্যাচের ১৫ মিনিটে পিছিয়ে পড়ে মায়ামি, তবে ২২ মিনিটে তাদেও অ্যালেন্দে গোল করে মায়ামিকে সমতায় ফেরান। বিরতির পর ৫৪ মিনিটে দ্বিতীয় গোল হজম করে মায়ামি, কিন্তু যোগ করা সময়ে ফাফা পিকোল্ট গোল করে দলকে হারের হাত থেকে রক্ষা করেন।

এমএলএসের নতুন মৌসুম শুরু হবে ২২ ফেব্রুয়ারি, যেখানে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। এর আগে, ১৯ ফেব্রুয়ারি, কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ-এর প্রথম রাউন্ডে স্পোর্টিং কেসি-এর বিপক্ষে খেলবে মেসিরা।