গাজার রাফায় যুদ্ধবিরতি চলাকালীন ইসরায়েলের ধ্বংসযজ্ঞ

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১:২৯ অপরাহ্ণ
গাজার রাফায় যুদ্ধবিরতি চলাকালীন ইসরায়েলের ধ্বংসযজ্ঞ

যুদ্ধবিরতি চলাকালীন সময়েও ইসরায়েল দক্ষিণ গাজার রাফা শহরে বেশ কিছু বাড়িঘর ধ্বংস করেছে। আল জাজিরার সানাদ ফ্যাক্ট-চেকিং এজেন্সি স্যাটেলাইট ছবি বিশ্লেষণে এটি নিশ্চিত করেছে। ১৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত তোলা উপগ্রহ চিত্রে দেখা গেছে, ইসরায়েলি বাহিনী রাফার আস-সালাম, ইদারি, তেল জারাব এলাকায় ৬৪টি ভবন গুঁড়িয়ে দিয়েছে। এগুলো মিসরীয় সীমান্ত থেকে মাত্র ৭০০ মিটার দূরে অবস্থিত।

বিশ্লেষকরা জানাচ্ছেন, এটি যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত হতে পারে, কারণ চতুর্থ জেনেভা কনভেনশন অনুযায়ী আবাসিক বাড়ি ধ্বংস নিষিদ্ধ। হামজে আত্তার বলেন, এটি মূলত একটি বাফার জোন তৈরির অংশ, যেখানে শত্রুদের দূরে রাখা যাবে।

রাফা শহরের মেয়র আহমেদ আল-সুফি জানিয়েছেন, শহরের অধিকাংশ বাসিন্দা এখনো বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে, এবং তারা আশ্রয় নিতে আল-মাওয়াসি, খান ইউনিস সহ অন্য এলাকাগুলোতে গেছেন। তবে ইসরায়েল মানবিক সহায়তা প্রবাহিত করতে বাধা দিচ্ছে, যার ফলে স্থানীয়দের দুর্ভোগ অব্যাহত রয়েছে।