ঢাকা ও দিল্লির সম্পর্কের চ্যালেঞ্জ নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
                                                                                        নিজস্ব প্রতিবেদক                                        
                                        প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৫২ অপরাহ্ণ
                                    
                                                                    পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামনিয়াম জয়শঙ্করের সাথে মাসকাটে অনুষ্ঠিত একটি বৈঠকে বাংলাদেশের এবং ভারতের মধ্যে চলমান দ্বিপাক্ষিক সমস্যাগুলোর চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেছেন। এ বৈঠকটি ৮ম ভারত মহাসাগরীয় সম্মেলনের সাইডলাইনে আয়োজিত হয় এবং দুই নেতা এসব চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করার গুরুত্বে জোর দেন।
এছাড়া, তারা সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে অনুষ্ঠিত পূর্ববর্তী বৈঠকও স্মরণ করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে বিভিন্ন পারস্পরিক উদ্বেগ ও আগ্রহের বিষয়েও আলোচনা হয়েছে।
এছাড়া, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গঙ্গা চুক্তির নবায়ন নিয়ে আলোচনা শুরু করার জন্য ভারতের সহায়তা কামনা করেন এবং সার্ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক আয়োজনের প্রস্তাব দেন।


                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
আপনার মতামত লিখুন