নারী ফুটবলে বিদ্রোহের সমাপ্তি, নাকি নতুন সমস্যার সূচনা?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০৮ অপরাহ্ণ
নারী ফুটবলে বিদ্রোহের সমাপ্তি, নাকি নতুন সমস্যার সূচনা?

গত ১৮ দিনে ফুটবল দলের বিদ্রোহ অনেকটা প্রশমিত হলেও সমস্যা এখনও পুরোপুরি সমাধান হয়নি। বাফুফে কর্তৃপক্ষ মিটিং, তদন্ত কমিটি গঠনসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে। আজ দুপুরে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তারের সঙ্গে আলোচনা শেষে বিদ্রোহী ১৮ ফুটবলার জানায়, তারা কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলনে ফিরবে। মাহফুজা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, মেয়েরা অনুশীলনে ফিরে আসবে।

তবে, বাফুফে কর্তৃপক্ষের বক্তব্যে নতুন বিতর্কের সূচনা হতে পারে। মাহফুজা বাটলারকে নিয়ে সৃষ্ট সমস্যার জন্য বাফুফের জরুরি কমিটিকেই দায়ী করেছেন এবং বলছেন, তারা বাটলারের চুক্তি নবায়ন চায়নি। যদিও ফুটবলাররা অনুশীলনে ফিরতে চাইলেও, তারা ফেব্রুয়ারির শেষের দুটি প্রীতি ম্যাচের জন্য প্রস্তুতি নিতে আগ্রহী নয়।

নারী ফুটবলারদের বিরোধ এবং কোচ বাটলারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন অক্টোবর থেকেই চলছিল, এবং গত মাসে বাটলারের চুক্তি নবায়ন হওয়ার পর বিতর্ক আরও তীব্র হয়। ৩০ জানুয়ারি, কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন সাবিনা খাতুনরা এবং সতীর্থরা একযোগে অবসরের হুমকি দেন। এরপর বাফুফে তদন্ত কমিটি গঠন করে এবং প্রতিবেদন জমা দেয়।