প্রাক্তন প্রেমিককে শিক্ষা দিতে ১০০ পিৎজা পাঠালেন তরুণী

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৫৯ অপরাহ্ণ
প্রাক্তন প্রেমিককে শিক্ষা দিতে ১০০ পিৎজা পাঠালেন তরুণী

ভারতের হরিয়ানার গুরুগাওয়ে ঘটেছে এক অবাক করা ঘটনা। প্রাক্তন প্রেমিককে ‘শিক্ষা দিতে’ ১০০ পিৎজা পাঠিয়েছেন এক তরুণী। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ বছর বয়সী আয়ুশি রাওয়াত তার সাবেক প্রেমিক যশ সাঙ্ঘভির কাছে ভ্যালেন্টাইন্স ডে’তে বিশাল এই অর্ডার পাঠিয়ে দেন। তবে উদ্দেশ্য ছিল তাকে একটা ‘উচিত শিক্ষা’ দেওয়া।

আয়ুশি অনলাইনে ১০০টি পিৎজা অর্ডার করেন এবং ক্যাশ অন ডেলিভারি (সিওডি) অপশন বেছে নেন, যাতে যশকেই পুরো বিল পরিশোধ করতে হয়। ঘটনাটি সামনে আসে যখন এক ডেলিভারি ম্যান যশের দরজার সামনে ১০০টি পিৎজার বাক্সের সঙ্গে ছবি তোলে এবং সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এই ঘটনায় স্থানীয়রা হতবাক হয়ে যান, অনেকেই এটিকে সম্পর্ক ভাঙার প্রতিশোধ হিসেবে দেখছেন। তবে কিছু মানুষ পুরো ঘটনাটিকেই সাজানো নাটক বলছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এত বড় অর্ডার ক্যাশ অন ডেলিভারিতে কীভাবে সম্ভব হলো? একজন মন্তব্য করেছেন, “মেয়েটি যদি নিজের নম্বর থেকে অর্ডার দিয়ে থাকে, তাহলে ছেলেটি সহজেই অর্ডারটি প্রত্যাখ্যান করতে পারতো।” আরেকজনের মতে, “এটি খাদ্য ও সম্পদের অপচয় ছাড়া কিছুই না।”

এদিকে, শেষ পর্যন্ত পিৎজার বিল কে পরিশোধ করেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।