বইমেলায় বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণের কার্যক্রম চালানো হবে: বাংলা একাডেমি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:১০ অপরাহ্ণ
বইমেলায় বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণের কার্যক্রম চালানো হবে: বাংলা একাডেমি

বাংলা একাডেমি জানিয়েছে, অমর একুশে বইমেলায় বিনা মূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। আজ রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে একথা জানানো হয় এবং কিছু পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বইমেলায় স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার বিক্রির বিষয়ে একটি ইস্যু জনমনে আলোচনা সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এবং ফোনে অনেকেই বাংলা একাডেমির প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। এ ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া জরুরি বলে মনে করছে বাংলা একাডেমি।

বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বইমেলার প্রয়োজনীয় কাজগুলো পরিচালনার দায়িত্ব ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ড্রিমার ডংকি’র। তবে তারা স্পনসর নির্বাচনের ক্ষেত্রে কিছু নীতি লঙ্ঘন করেছে, যার ফলে স্যানিটারি ন্যাপকিন এবং ডায়াপারসহ কিছু পণ্য বিক্রি শুরু হয়। এতে মেলা কর্তৃপক্ষ ওই স্টলগুলো বন্ধ করতে নির্দেশ দেয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্যানিটারি ন্যাপকিনের প্রসার সম্পর্কে বাংলা একাডেমির কোনো সংকোচ নেই। অন্য অনেক পণ্যের মতো, এ বিষয়ে আমরা একই ব্যবস্থা গ্রহণ করেছি এবং ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে জানানো হয়েছে যে, তারা যাতে স্যানিটারি ন্যাপকিন যথাযথভাবে বিতরণ করে।