ভারত নিজ স্বার্থে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করতে দেবে: প্রধান উপদেষ্টা।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:২৯ অপরাহ্ণ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের ভৌগলিক অবস্থান আমাদের জন্য একটি বড় সুবিধা এবং যদি প্রতিবেশীদের সঙ্গে সহযোগিতা করা যায়, তবে আমাদের অর্থনৈতিক উন্নতি ঠেকানো সম্ভব হবে না। তিনি নেপাল থেকে জলবিদ্যুৎ পাওয়ার বিষয়ে বলেন, ভারত নিজেদের স্বার্থে নেপালের জলবিদ্যুৎ বাংলাদেশে আসতে দেবে। এছাড়া, তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ একটি লাভজনক অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে উঠবে, যেখানে প্রতিবেশীদের পণ্যও আসবে। তিনি হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে মানুষের শ্রমিক হিসেবে মূল্য বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে আমাদের শক্তি আরও বেড়ে যাবে।
আপনার মতামত লিখুন