যুক্তরাষ্ট্রের ফেরত পাঠানো ১১৬ অবৈধ অভিবাসী, বিতর্কিত হাতকড়া-শিকল

যুক্তরাষ্ট্র শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভারত ফেরত পাঠিয়েছে ১১৬ অবৈধ অভিবাসীকে, যা ছিল তাদের তৃতীয় দফা ফেরত পাঠানো প্রক্রিয়া। এই অভিবাসীরা পাঞ্জাবের অমৃতসর এ অবতরণ করেন মার্কিন একটি বিমানে।
এবারও হাতকড়া-শিকল বিতর্ক আলোচনায় এসেছে। এক অবৈধ অভিবাসী দাবি করেছেন, হাতকড়া পরিয়ে এবং পায়েও শিকল বাঁধা অবস্থায় তাদের বিমানে নিয়ে আসা হয়েছে। পশ্চিমবঙ্গভিত্তিক আনন্দবাজার সংবাদমাধ্যম জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর এই ফেরত প্রক্রিয়া শুরু হয়। গত ৫ ফেব্রুয়ারি, এর আগেও ট্রাম্পের পাঠানো সামরিক বিমানে ভারতীয় অভিবাসীদের একইভাবে ফেরত পাঠানো হয়েছিল, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল।
এছাড়া, এনডিটিভি জানিয়েছে, বিমানে ফেরত আসা অভিবাসীদের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছিল এবং তাদের হাত-পা বেঁধে রাখা হয়েছিল। ফেরত আসা ১১৬ জনের মধ্যে দুই জন খুনের মামলায় অভিযুক্ত বলে জানিয়েছে পিটিআই।
আপনার মতামত লিখুন