রুহুল কবির রিজভী: জাতীয় নির্বাচনের জন্য দ্রুত প্রয়োজনীয় সংস্কার করতে হবে
ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১:১৬ অপরাহ্ণ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা ভয়ংকর পরিকল্পনা নিয়ে কাজ করছেন এবং দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন করে সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। তিনি আরও জানান, জাতি এখন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে।
রোববার সকালে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, “যে গণতন্ত্রের জন্য অনেক প্রাণ গেছে, সেই গণতন্ত্র ফেরানোর জন্য ভোটের চূড়ান্ত ডেডলাইন দিতে হবে এই সরকারকে।”
এছাড়া, রিজভী স্থানীয় সরকার নির্বাচনের দাবি কিছু রাজনৈতিক দলের দূরভিসন্ধিমূলক আচরণ হিসেবে মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, “প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করতে হবে।”
আপনার মতামত লিখুন