সমাজকে বোঝার জন্য তারেক মাসুদ গুরুত্বপূর্ণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫৫ অপরাহ্ণ
সমাজকে বোঝার জন্য তারেক মাসুদ গুরুত্বপূর্ণ

প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদকে সম্মান জানাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ ‘মনীষী স্মরণ’ শীর্ষক একটি অনুষ্ঠান আয়োজন করেছে। রোববার বিকেলে জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে প্রাবন্ধিক আ–আল মামুন তারেক মাসুদের চলচ্চিত্রের প্রাসঙ্গিকতা নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি এবং প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ।

প্রবন্ধে আ–আল মামুন তারেক মাসুদের চিন্তাভাবনা, সেক্যুলারিজম, ধর্মান্ধতা, এবং নেশন-স্টেট নিয়ে তার কাজের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। আলোচনায় অংশ নেন নাহিদ মাসুদ, সাদিয়া খালিদ ঋতি এবং নির্মাতা অন্তু আজাদ। নাহিদ মাসুদ বলেন, তারেক মাসুদ মুক্তির গান তৈরির সময় অনেক প্রতিকূলতার মুখোমুখি হয়েছিলেন। সাদিয়া খালিদ ঋতি বলেন, তারেক মাসুদের চলচ্চিত্র আমাদের প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা ছিল। অন্তু আজাদ চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে নিজের পথ অনুসরণ করার পরামর্শ দেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সাজ্জাদ শরিফ বলেন, তারেক মাসুদ বাংলাদেশের সংস্কৃতি এবং সমাজকে বোঝার জন্য এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। অনুষ্ঠানে তারেক মাসুদ সম্পর্কে একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হয়।