সিলেটে তিনটি দাবিতে ‘বিআরটিএ কার্যালয় অবরোধ’ করার ঘোষণা।

সিলেটে রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশাগুলোর রেজিস্ট্রেশনসহ তিনটি দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয় অবরোধের ঘোষণা দিয়েছে। ২৩ ফেব্রুয়ারি এই কর্মসূচি পালন করা হবে, যা রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। আজ রোববার দুপুরে দক্ষিণ সুরমায় সংগঠনের কার্যালয়ে জরুরি সভায় এই ঘোষণা দেওয়া হয়।
তিনটি দাবির মধ্যে বাকি দুটি হল আটক সিএনজিচালিত অটোরিকশা মুক্তি দেওয়া এবং পুলিশের হয়রানি বন্ধ করা। সভায় জানানো হয়, প্রশাসনকে স্মারকলিপি দেওয়ার পরও কোনো কার্যকর প্রতিক্রিয়া না পাওয়ায় ২৩ ফেব্রুয়ারি নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
সভায় মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি মোহাম্মদ আলী সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মো. জাকারিয়া আহমেদ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক।
আপনার মতামত লিখুন