সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন-রাশিয়া আলোচনায় ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১:২৭ অপরাহ্ণ
সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন-রাশিয়া আলোচনায় ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, ওয়াশিংটন ও মস্কো প্রতিনিধিদের মধ্যে আগামী দিনগুলোতে সৌদি আরবে অনুষ্ঠিত হওয়া আলোচনা কিয়েভকে আমন্ত্রণ জানানো হয়নি। জেলেনস্কি বলেন, “আমাদের কাছে কোনো কাগজপত্র বা আমন্ত্রণপত্র নেই। এই ফর্ম্যাটে যদি আমাদের এবং আমাদের কৌশলগত অংশীদারদের মধ্যে কোনো আলোচনা না হয়, তাহলে এটি অদ্ভুত বিষয় হবে।”

এছাড়া, ফক্স নিউজ সূত্রে জানানো হয়েছে, কিয়েভ জানিয়েছে, মার্কিন-রাশিয়া আলোচনা সম্পর্কে ইউক্রেনীয় পক্ষকে অবহিত করা হয়নি বা আমন্ত্রণ জানানো হয়নি। পলিটিকো এবং ব্লুমবার্গ অনুযায়ী, ইউরোপীয় কর্মকর্তাদেরও এই বৈঠক সম্পর্কে কোনো অবহিতকরণ করা হয়নি।

পূর্ববর্তী মার্কিন প্রশাসনসহ পশ্চিমা সমর্থকরা দীর্ঘদিন ধরে দাবি করেছে, ইউক্রেনের ভবিষ্যত নিয়ে কোনো আলোচনা কিয়েভের সরাসরি অংশগ্রহণ ছাড়া হওয়া উচিত নয়।