১৫ দিনে রেমিট্যান্স এসেছে প্রায় ১৬ হাজার কোটি টাকা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪১ অপরাহ্ণ
১৫ দিনে রেমিট্যান্স এসেছে প্রায় ১৬ হাজার কোটি টাকা।

প্রবাসী বাংলাদেশিদের আয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং দেশটির অর্থনীতি শক্তিশালী হচ্ছে। গত জুলাই মাসে আন্দোলনরত ছাত্র-জনতার সাথে একাত্মতা প্রকাশ করে বিদেশে বসবাসরত প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো বন্ধ করে দিয়েছিলেন, যার ফলে জুলাই মাসে রেমিট্যান্স কমে যায়। তবে দেশের পরিস্থিতি পরিবর্তনের পর প্রবাস আয়ের প্রবাহ আবার বৃদ্ধি পায়।

এ বছরের ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনে প্রবাসীরা ১৩১ কোটি ২২ লাখ ৩০ হাজার ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন, যা প্রায় ১৬ হাজার ৯ কোটি টাকা। গত জানুয়ারিতে ২১৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠানো হয়েছিল। ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধে প্রবাসীরা ১৩৭৭ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৯৭ কোটি ৭০ লাখ ডলার বেশি।