ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১:১৭ অপরাহ্ণ

২০২৪ সালের ফেব্রুয়ারির শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিতে যাচ্ছে। এই দলের নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দলের আহ্বায়ক হিসেবে কাজ করবেন। তবে, দলের সদস্যসচিব কে হবেন তা নিয়ে এখনও আলোচনা চলছে।

এই দলটির আত্মপ্রকাশ ২১ ফেব্রুয়ারির আশপাশে কেন্দ্রীয় শহীদ মিনারে জমকালো আয়োজনের মাধ্যমে হওয়ার কথা রয়েছে। ছাত্রনেতারা শিক্ষার্থীদের ছাত্রসংগঠনও এই দলের সঙ্গে যুক্ত করতে চান।

একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে, নাহিদ ইসলাম বলেছেন, “গণঅভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল এবং বর্তমানে আমরা সেই আন্দোলনের ফলশ্রুতিতে নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করছি। আমি যদি এই দলে যোগ দিতে চাই, তবে অবশ্যই সরকার থেকে পদত্যাগ করব।”

তিনি আরও বলেন, “এ মাসেই দলের গঠন হবে, এবং সরকার থেকে পদত্যাগ করে দলে যোগ দেব।” দলের সদস্যসচিব পদ নিয়ে আখতার হোসেন, আলী আহসান জুনায়েদ, হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলমর নাম আলোচনায় রয়েছে।

নতুন দলটি রাজনৈতিক দলের গঠনের জন্য জনগণের মতামত সংগ্রহ করছে, এবং অনলাইন ও অফলাইনে মতামত নেওয়া হচ্ছে। গণতান্ত্রিক মূল্যে দলের গঠনতন্ত্র ও ঘোষণাপত্র প্রস্তুত করা হচ্ছে, যাতে নতুন নেতৃত্ব তৈরি হয় এবং ব্যক্তিগত বা পারিবারিক মনোভাব থেকে মুক্ত থাকে দলটির কার্যক্রম।

সামান্তা শারমিন, জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র, জানান, “মানুষের বিপুল সাড়া পাচ্ছি। আমরা খুব দ্রুত দলের গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে যাচ্ছি এবং ফেব্রুয়ারির শেষ সপ্তাহে দলটি ঘোষণা করা হবে।”