মির্জা ফখরুলের বক্তব্য: তিস্তা পানির দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি
 
                                                                    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিস্তা রক্ষা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর ও লালমনিরহাটে অনুষ্ঠিত ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি বলেন, “আওয়ামী লীগ ১৫ বছরে বাংলাদেশকে বেচে দিয়েছে, তবে তিস্তার একফোঁটা পানি আনতে পারেনি। ভারতের সঙ্গে বাংলাদেশের ৫৪টি নদী থাকলেও, প্রতিটি নদীতে ভারত বাঁধ বসিয়ে রেখেছে।”
তিনি ভারতের বিরুদ্ধে অভিযোগ করেন যে, তারা বাংলাদেশের পানি দেয় না, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনাকে দিল্লিতে রাজার মতো বসিয়ে রেখেছে। ফখরুল বলেন, “আজকের আন্দোলন আমাদের বাঁচা মরার সংগ্রাম। এই আন্দোলন আমরা শেষ পর্যন্ত নিয়ে যাব।”
ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনি যদি আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চান, তবে প্রথমে তিস্তার পানি দেন, সীমান্ত হত্যা বন্ধ করেন এবং আমাদের সঙ্গে বড় দাদার মতো আচরণ বন্ধ করেন। আমরা আমাদের পায়ের ওপর দাঁড়াতে চাই এবং ভারতকে সম্মানের সঙ্গে বন্ধু হিসেবে দেখতে চাই।”
তিনি দাবি করেন, “যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা ভারতকে আমাদের পানির ন্যায্য হিস্যা দাবি করতে বলুন এবং দ্রুত নির্বাচন দিন, কারণ জনগণ তাদের প্রতিনিধিকে নির্বাচিত করে তাদের দাবি বাস্তবায়ন করতে চায়।”
এদিকে, আন্দোলনকারীরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত উজানে বাঁধ নির্মাণ করার ফলে তিস্তার পানির প্রবাহ ব্যাহত হওয়া এবং এর ফলে বাংলাদেশের কৃষি ও পরিবেশ বিপর্যয়ের মুখে পড়ার অভিযোগ করেছেন। তারা বলেন, তিস্তার পানি না পাওয়ার কারণে হাজার হাজার কৃষক ও সাধারণ মানুষ ক্ষতির মুখে পড়ছে।


 
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
আপনার মতামত লিখুন