অভ্যুত্থানে গুরুতর আহতদের মাসিক ভাতা প্রদান করা হবে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:১৪ অপরাহ্ণ
অভ্যুত্থানে গুরুতর আহতদের মাসিক ভাতা প্রদান করা হবে।

জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহতদের জন্য সরকার তিনটি ক্যাটাগরিতে সুবিধা প্রদান করবে। গুরুতর আহতদের এককালীন ৫ লাখ টাকা ও মাসিক ২০ হাজার টাকা ভাতা, এক অঙ্গহানি হওয়া ব্যক্তিদের এককালীন ৩ লাখ টাকা ও মাসে ১৫ হাজার টাকা ভাতা দেওয়া হবে। সামান্য আহতরা চাকরি ও পুনর্বাসনে অগ্রাধিকার পাবেন তবে তারা ভাতা পাবেন না। শহীদ পরিবারগুলোকে ৩০ লাখ টাকা দেওয়া হবে, যার মধ্যে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র চলতি অর্থবছরের মধ্যে এবং বাকি ২০ লাখ টাকার সঞ্চয়পত্র পরবর্তী বছর দেওয়া হবে। শহীদরা ‘জুলাই শহীদ’ হিসেবে পরিচিতি পাবেন, এবং আহতরা ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিতি পেয়ে সরকারি সুবিধা পাবেন।

সরকারি সুবিধা ও অধিকার সম্পর্কে বিস্তারিত জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম জানান, জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের এই পদক্ষেপগুলির মাধ্যমে সরকার তাদের সন্মানিত করবে এবং তাদের সহায়তা করবে।