ইয়াবা ব্যবসায় জড়ানোর অভিযোগে কক্সবাজারের এসপিকে বদলি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:০৬ অপরাহ্ণ
ইয়াবা ব্যবসায় জড়ানোর অভিযোগে কক্সবাজারের এসপিকে বদলি করা হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহকে ইয়াবা চালান জব্দ ও বিক্রির টাকা ভাগ-বাঁটোয়ারায় জড়িত থাকার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে। সোমবার, পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজলুল করিম স্বাক্ষরিত এক স্মারকে তাকে দায়িত্বভার হস্তান্তর করে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।

গতকাল একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে যে, ১০ কোটি টাকার ইয়াবা ২ কোটি ৯ লাখ টাকায় বিক্রি করে, সোর্স নামধারী চাকরিচ্যুত দুই কনস্টেবলের মধ্যে ১ লাখ ৩০ হাজার ইয়াবা ভাগ করা হয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ৬ জানুয়ারি চকরিয়ার ডুলাহাজারা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ ৪ লাখ ৯০ হাজার ইয়াবাসহ একটি প্রাডো গাড়ি জব্দ করে, এবং ১ কোটি ২০ লাখ টাকার বিনিময়ে তিন ইয়াবা কারবারিকে ছেড়ে দেওয়া হয়। সেই সময় ৩ লাখ ৫০ হাজার ইয়াবা আত্মসাৎ করা হয়।

এ বিষয়ে পুলিশ সুপার রহমত উল্লাহ ও ডিবি পরিদর্শক জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে, জেলা পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন যে, প্রতিবেদনের পর এসপিকে পুলিশ সদর দপ্তরে তলব করা হয়েছে এবং ইয়াবা-কাণ্ডের তদন্তের জন্য একটি উচ্চপর্যায়ের টিম গঠন করা হয়েছে।

অপর এক পুলিশ কর্মকর্তা জানান, এসপি মুহাম্মদ রহমত উল্লাহ ৫ আগস্ট সরকারের পতনের পর কক্সবাজারে যোগ দেন এবং যোগদানের পর থেকেই তিনি গণমাধ্যম থেকে নিজেকে দূরে রেখেছিলেন।