ইরানকে মোকাবেলা করতে একযোগে কাজ করবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, জানিয়েছেন নেতানিয়াহু।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:২৪ অপরাহ্ণ
ইরানকে মোকাবেলা করতে একযোগে কাজ করবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, জানিয়েছেন নেতানিয়াহু।

ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন এবং মধ্যপ্রাচ্যে তার প্রভাব রোধে একত্রে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গত রোববার এক যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ইরানের হুমকি মোকাবিলা করতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে। তিনি উল্লেখ করেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সে বিষয়ে তারা একমত হয়েছেন। নেতানিয়াহু আরও জানান, ইরানের সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ওপর ইসরায়েল গত ১৬ মাসে বড় আঘাত হেনেছে।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এই হুমকির তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলেছে, অন্য দেশকে এ ধরনের হুমকি দেওয়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন। ইরান দাবি করেছে, তারা জাতিসংঘের নিরাপত্তা বিধানের আওতায় পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির প্রতি তাদের অঙ্গীকার রয়েছে।