এনআইডি তথ্য যাচাইয়ে নতুন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২:১৪ অপরাহ্ণ
এনআইডি তথ্য যাচাইয়ে নতুন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

নাগরিকদের তথ্য ফাঁস রোধে এনআইডি সার্ভার থেকে পুরো তথ্য যাচাইয়ের সুযোগ আর দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান। তিনি বলেন, তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানগুলো এখন থেকে কেবল নির্দিষ্ট তথ্যের সত্যতা জানতে পারবে, তবে পুরো এনআইডি তথ্য সংগ্রহ করতে পারবে না। তথ্য সুরক্ষা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে নির্বাচন কমিশনের সঙ্গে চুক্তিবদ্ধ ১৮২টি প্রতিষ্ঠান এনআইডির তথ্য যাচাই করে। তবে সম্প্রতি কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ ওঠায় পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চলছে। এ বিষয়ে করণীয় ঠিক করতে গেল সপ্তাহে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন কমিশন।

এনআইডির ডিজি আরও জানান, ভবিষ্যতে তথ্য ফাঁস রোধে একটি কমিটি গঠন করা হবে, যা অনুমতি ছাড়াই বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও তদন্ত করতে পারবে। পাশাপাশি, তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের জন্য সিকিউরিটি ক্লিয়ারেন্স বাধ্যতামূলক করা হবে।

এ সময় তিনি জানান, জাতীয় পরিচয়পত্র সংশোধনের পেন্ডিং আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য নেওয়া ক্র্যাশ প্রোগ্রামের আওতায় এখন পর্যন্ত ৫০ শতাংশ আবেদন নিষ্পত্তি হয়েছে। দ্রুতই বাকি আবেদনগুলোর সমাধান করা হবে।