চিকিৎসক ও আইনজীবীদের সেবা ফি তদারকির উদ্যোগ সরকারের

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২:১৩ অপরাহ্ণ
চিকিৎসক ও আইনজীবীদের সেবা ফি তদারকির উদ্যোগ সরকারের

চিকিৎসক এবং আইনজীবীদের সেবা ফি বা ভিজিটের হিসাব নেওয়ার বিষয়ে সরকার উদ্যোগ নিতে যাচ্ছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক সম্মেলন শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এ বিষয়ে ইঙ্গিত দেন।

তিনি জানান, চিকিৎসকরা রোগীদের কাছ থেকে যে অর্থ গ্রহণ করেন, তার কোনো রসিদ বা প্রমাণপত্র প্রদান করা হয় না, যা কর আদায়ের ক্ষেত্রে সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তাই চিকিৎসকদের অর্থ লেনদেনের হিসাব সংগ্রহ ও সংরক্ষণের জন্য কার্যকর পদ্ধতি নিয়ে সম্মেলনে বিস্তারিত আলোচনা হয়েছে।

চিকিৎসকদের কাছ থেকে পাকা রসিদ নেওয়ার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন উপদেষ্টা। পাশাপাশি, চিকিৎসাসেবা প্রদান ও অর্থ লেনদেনের প্রক্রিয়াকে ডিজিটাল করার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে, যাতে পুরো লেনদেন আরও স্বচ্ছ হয়।

একইভাবে, আইনজীবীরাও মক্কেলদের কাছ থেকে নগদ অর্থ গ্রহণ করেন, কিন্তু কোনো রসিদ বা প্রমাণপত্র দেন না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আইনজীবীদের বিষয়টিও আলোচনায় এসেছে। যারা নগদ লেনদেনের মাধ্যমে সেবা প্রদান করেন, তাদের থেকে কর আদায়ের কার্যকর উপায় খুঁজে বের করার বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হলো সেবা খাতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সঠিক কর ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যাতে দেশের অর্থনীতির প্রতি অব্যাহত সমর্থন ও স্বচ্ছতা বজায় থাকে।