পঞ্চগড় পৌর বিএনপি আবারো তাদের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৩৪ অপরাহ্ণ
পঞ্চগড় পৌর বিএনপি আবারো তাদের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে।

পঞ্চগড় পৌর বিএনপির নতুন ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে, যার আহ্বায়ক হিসেবে মো. তৌহিদুল ইসলামকে নির্বাচিত করা হয়েছে। সোমবার দুপুরে কেন্দ্রীয় বিএনপির সহদপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়েছে, পৌরসভাধীন ওয়ার্ড কমিটিগুলো মো. তৌহিদুল ইসলাম ও শামসুজ্জামান বিপ্লবের যৌথ স্বাক্ষরে অনুমোদিত হবে।

এর আগে, ২৩ নভেম্বর পঞ্চগড় জেলা বিএনপির পক্ষ থেকে ৩১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। এবার নতুন কমিটিতে আরও ১০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন আহ্বায়ক কমিটির সদস্যরা শামসুজ্জামান বিপ্লবসহ, একসঙ্গে কাজ করার এবং ওয়ার্ড কমিটির বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।

পঞ্চগড় পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য ২০০৯ সালে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ২০১৯ সালে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হওয়ার পর পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়, কিন্তু তারপর থেকে নতুন কমিটি গঠন হয়নি।