বিয়েতে রূপ নিচ্ছে মেহজাবীন-রাজীবের সম্পর্ক, আগামী ২৪ ফেব্রুয়ারি বিয়ে

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৫০ অপরাহ্ণ
বিয়েতে রূপ নিচ্ছে মেহজাবীন-রাজীবের সম্পর্ক, আগামী ২৪ ফেব্রুয়ারি বিয়ে

সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিক নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বিয়ের পরিকল্পনা করছেন। শোবিজ জগতে তাদের সম্পর্কের খবর অনেকেরই অজানা নয়, তবে দুজনেই কখনোই এই বিষয়ে সরাসরি কথা বলেননি। এবার, সেই সম্পর্ককে বাস্তবে পরিণত করতে যাচ্ছেন তারা।

অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, আগামী ২৪ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। তার আগের দিন, ২৩ ফেব্রুয়ারি হবে গায়ে হলুদের অনুষ্ঠান। বিয়ের আয়োজন ঢাকার অদূরের একটি রিসোর্টে হতে চলেছে।

মেহজাবীন রাজীবের সম্পর্ক নিয়ে শুরু থেকেই ছিলেন নীরব। বিয়ের খবরেও অভিনেত্রী মুখ খুলেননি এবং তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

২০১৯ সালে, ঢাকার একটি বিপণি বিতানে মেহজাবীন ও রাজীবের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল, যা তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন সৃষ্টি করে। এরপর তারা একসঙ্গে কক্সবাজার ও বিদেশে ঘুরতে দেখা যায়।

মেহজাবীন ২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ের মাধ্যমে মিডিয়ায় পা রেখেছিলেন এবং বর্তমানে নাটক ছাড়াও ওটিটি প্ল্যাটফর্ম ও সিনেমায় নিয়মিত অভিনয় করছেন। তার সর্বশেষ সিনেমা ‘প্রিয় মালতি’ মুক্তি পেয়েছে গত মাসে, আর ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে তার নতুন ওয়েব ফিল্ম ‘নীল সুখ’।

অন্যদিকে, আদনান আল রাজীব দেশের একজন জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা।