রমজানে বিদ্যুৎ সংকট মোকাবিলায় এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে নামালে সংযোগ বিচ্ছিন্ন

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২:০৯ অপরাহ্ণ
রমজানে বিদ্যুৎ সংকট মোকাবিলায় এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে নামালে সংযোগ বিচ্ছিন্ন

আসন্ন রমজানে বিদ্যুৎ সংকট মোকাবিলায় সচিবালয়সহ সরকারি-বেসরকারি অফিস, মসজিদ ও বাসাবাড়িতে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে না নামানোর আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। যদি কেউ এই নির্দেশনা না মানে, তাহলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে তিনি সতর্ক করেছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, এসি ব্যবহারের নিয়ম মানা হচ্ছে কি না তা পর্যবেক্ষণে বিদ্যুৎ বিভাগের নির্দিষ্ট টিম কাজ করবে। যদি কোথাও নির্দেশনা লঙ্ঘন করা হয়, তাহলে সেই এলাকায় লোডশেডিং করা হবে।

গ্রীষ্মকালে বিদ্যুতের চাহিদা বাড়তে পারে উল্লেখ করে তিনি বলেন, এবার সর্বোচ্চ ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হতে পারে। গত বছরও তীব্র গরমের সময় দুই থেকে তিন হাজার মেগাওয়াট ঘাটতি ছিল, এবং সর্বোচ্চ ১৬ হাজার মেগাওয়াটের বেশি উৎপাদন করা সম্ভব হয়নি। ২০২৪ সালের ৩০ এপ্রিল ১৬,৪৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হলেও বেশিরভাগ সময় উৎপাদন ১৫ হাজার মেগাওয়াটের আশপাশে ছিল।

উপদেষ্টা আরও জানান, গত ৫ ফেব্রুয়ারি বিদ্যুৎ ভবনে আসন্ন রমজান ও সেচ মৌসুমে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় সিদ্ধান্ত হয়েছে, রোজার মাসকে লোডশেডিং মুক্ত রাখার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। টেকনিক্যাল কোনো সমস্যা ছাড়া যেন লোডশেডিং না হয়, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। রোজায় বিদ্যুতের চাহিদা ১৫ হাজার মেগাওয়াট থাকতে পারে এবং সরকার তা সরবরাহের প্রস্তুতি নিয়েছে।