সেনাবাহিনীর কার্যক্রমে মব জাস্টিস, চাঁদাবাজি ও হত্যাকাণ্ড কমে এসেছে

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২:০৭ অপরাহ্ণ
সেনাবাহিনীর কার্যক্রমে মব জাস্টিস, চাঁদাবাজি ও হত্যাকাণ্ড কমে এসেছে

সেনাবাহিনীর সক্রিয় কার্যক্রমের ফলে সারা দেশে মব জাস্টিস, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের হার আগের তুলনায় কমেছে বলে জানিয়েছেন সামরিক অপারেশন পরিদফতরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সেনা সদর আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, “আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। শুধু মব জাস্টিস নয়, চাঁদাবাজি ও হত্যার হারও কমেছে। আমাদের কার্যক্রম অব্যাহত আছে, কিছু হটস্পট চিহ্নিত করা হয়েছে এবং সেগুলোর ওপর নজর রাখা হচ্ছে। অদূর ভবিষ্যতে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে আসবে।”

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির বিষয়ে তিনি বলেন, এ নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে সেনাবাহিনী সব ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।

মোহাম্মদপুর ও বনানীতে সেনা সদস্যদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগের বিষয়ে তিনি জানান, তদন্ত চলমান রয়েছে। “সেনাবাহিনী কোনো অন্যায় প্রশ্রয় দেয় না। সেনা আইন অনুযায়ী এর বিচার হবে। জনগণের আস্থার জায়গায় সব সময় সেনাবাহিনীকে পাওয়া যাবে,” বলেন কর্নেল শফিকুল।

বাজার নিয়ন্ত্রণে সেনাবাহিনী কোনো ভূমিকা রাখবে কি না, সে বিষয়ে তিনি বলেন, “সরকার যদি সহায়তা চায়, তাহলে আমরা সে অনুযায়ী কাজ করব।”

বান্দরবানে শ্রমিক অপহরণের বিষয়ে তিনি জানান, ২০ জনের মতো শ্রমিককে একটি গ্রুপ অপহরণ করেছে। তাদের উদ্ধারের জন্য টহল অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, কুকি চিন গ্রুপের দৌরাত্ম্য অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়েছে। “গতকালও তাদের দুটি ক্যাম্প ধ্বংস করা হয়েছে। আমাদের আভিযানিক কার্যক্রম ভালোভাবে চলছে, এবং অনেক বম পরিবার তাদের জায়গায় ফিরে আসছে।”