৫টি বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০১ অপরাহ্ণ
৫টি বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় দেশের ৫টি বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে, শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে দেওয়া আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে এবং মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে।

এ অবস্থায়, আগামী ২৪ ঘণ্টায় যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এছাড়া, শেষ রাত থেকে ভোর পর্যন্ত দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে, আর দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে। রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, কিন্তু দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।