অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৫ হাজারের বেশি

সারা দেশে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত ৫ হাজার ৩১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় (শনিবার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত) এই অভিযানে আরও ৫২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি, বিশেষ অভিযানের বাইরে অন্যান্য মামলায় আরও ৯৭৪ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ অভিযানে উদ্ধার করা হয়েছে বেশ কিছু অস্ত্র ও ধারালো অস্ত্রশস্ত্র। এর মধ্যে রয়েছে একটি পিস্তল, একটি দেশি শুটার গান, পিস্তলের গুলির খোসা, সিসার তাজা কার্তুজ, চাপাতি, রামদা, ছেনি, দা, ছোরা, চাকু, ধামা, স্টিলের ব্যাটন, প্লাস এবং একটি খেলনা পিস্তল।
গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে, ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন ১৫-১৬ জন শিক্ষার্থী।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দাবি করেছেন, শিক্ষার্থীরা ওই রাতে ডাকাতির একটি ঘটনা প্রতিহত করতে গিয়েছিলেন। কিন্তু তখনই তাঁদের ওপর হামলা হয়। এ ঘটনায় আহত এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আপনার মতামত লিখুন