কুয়েটের শিক্ষার্থীদের ওপর হামলায় আল্টিমেটাম: ৫ দফা দাবিতে উপাচার্যসহ পদত্যাগের দাবি

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:১৫ অপরাহ্ণ
কুয়েটের শিক্ষার্থীদের ওপর হামলায় আল্টিমেটাম: ৫ দফা দাবিতে উপাচার্যসহ পদত্যাগের দাবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে আল্টিমেটাম দিয়েছেন। তারা দাবি করেছেন, উপাচার্য, উপ-উপাচার্য এবং ছাত্রবিষয়ক পরিচালক পদত্যাগ করুন এবং হামলার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চান। শিক্ষার্থীরা বলেছেন, আগামীকাল বুধবার দুপুর ১টার মধ্যে তাদের দাবি পূরণ না হলে কুয়েটের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হবে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, মঙ্গলবার রাতে প্রেসব্রিফিংয়ে তারা বলেন, কুয়েটে ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িত শিক্ষার্থী এবং প্রশ্রয়দাতা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে হত্যাচেষ্টা ও নাশকতার মামলা করতে হবে এবং তাদের বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করতে হবে।

এছাড়া, রাজনীতি সম্পর্কিত আদেশ জারি করতে হবে, যাতে কোনো শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী বিশ্ববিদ্যালয়ের ভেতরে বা বাইরে কোনো প্রকার রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে না পারেন।

সুরক্ষা সংক্রান্ত দাবিও তোলা হয়েছে, যেমন: সামরিক বাহিনী মোতায়েন এবং আক্রান্তদের চিকিৎসা ব্যয় কুয়েট প্রশাসন থেকে বহন করার দাবি।