কুয়েটে সংঘর্ষের জেরে ঢাবিতে পাল্টাপাল্টি বিক্ষোভ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০২ অপরাহ্ণ
কুয়েটে সংঘর্ষের জেরে ঢাবিতে পাল্টাপাল্টি বিক্ষোভ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদল।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলছিল। একই সময় ডাস ক্যাফেটেরিয়া এলাকায় ছাত্রদল বিক্ষোভ করছিল।

এর আগে, মঙ্গলবার দুপুরে কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ থাকা নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন।

সংঘর্ষের প্রতিবাদে সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয়। অন্যদিকে, ছাত্রদলও ঢাবিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়।

কুয়েটের পাঁচটি সূত্র জানিয়েছে, আওয়ামী সরকার পতনের পর গত ৫ আগস্ট থেকে কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ রয়েছে। ছাত্ররাজনীতি পুনরায় চালু করার দাবিতে সোমবার ছাত্রদল ক্যাম্পাসে লিফলেট বিতরণ করে। এর পরদিন শিক্ষার্থীদের একটি অংশ “রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই” স্লোগান দিয়ে মিছিল করলে ছাত্রদলের কর্মীদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়।

সংঘর্ষের সময় বহিরাগতরা ছাত্রদলের পক্ষ নিয়ে কুয়েট পকেট গেট থেকে সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে জানা গেছে।