ঝিনাইদহে সাবেক এমপি মেজর জেনারেল সালাহউদ্দিন মিয়াজি আটকে: শিক্ষার্থী ও স্থানীয়দের প্রতিবাদ

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজিকে তার নিজের পার্ক ‘শ্যামলছায়া’-য় আটকে রেখেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। ঘটনাটি যশোর সদর উপজেলার রুদ্রপুর এলাকায় ঘটে, যা শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে।
এ ঘটনায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা শ্যামলছায়া পার্কের প্রধান ফটকে অবস্থান নেন। ভেতরে সেনা ও পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও, রাত ৯টার দিকে সাংবাদিকদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।
নুরুজ্জামান, জাতীয় নাগরিক কমিটির সদর উপজেলা শাখার সংগঠক, দাবি করেছেন যে, শেখ হাসিনার ডামি এমপি হিসেবে সালাহউদ্দিন মিয়াজি সেখানে উপস্থিত ছিলেন এবং তাদের সদস্যদের চাঁদাবাজ আখ্যা দিয়ে মারধর করা হয়। এই খবর পেয়ে প্রতিবাদে জমায়েত হন স্থানীয়রা এবং পার্ক ঘেরাও করে স্লোগান দেন।
মিয়াজি সেফ এক্সিটের চেষ্টা করছিলেন, তখন বিএনপির বড় সমাবেশের সুযোগে তাকে গাড়ি অবরোধ করে আটকে রাখা হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা তার গাড়িটি পার্কে নিয়ে যান এবং সেখানে তিনি প্রায় সাড়ে চার ঘণ্টা অবরুদ্ধ ছিলেন।
আপনার মতামত লিখুন