বলিভিয়ায় যাত্রীবাহী বাসের দুর্ঘটনায় ৩০ জন নিহত, ১৪ জন আহত
ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:২৬ অপরাহ্ণ

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী বাস ৮০০ মিটার গভীর খাদে পড়ে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এছাড়া ১৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ১৭ ফেব্রুয়ারি, পোটোসি ও ওরুরো বিভাগের সংযোগস্থল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পোটোসির বিভাগীয় পুলিশ কমান্ড এর মুখপাত্র কর্নেল লিমবার্ট চক জানান, মৃতদের মরদেহ উদ্ধার কাজ চলছে। পুলিশ কর্মকর্তা ভিক্টর বেনাভাইদেস জানিয়েছেন, আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসটি একটি সংকীর্ণ সড়কে দ্রুতগতিতে চলছিল, এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনাটি ঘটে। এটি চলতি বছর বলিভিয়ায় সবচেয়ে মারাত্মক সড়ক দুর্ঘটনা বলে মন্তব্য করা হয়েছে।
আপনার মতামত লিখুন