‘যে ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে’—হাসনাত আব্দুল্লাহ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:১১ অপরাহ্ণ
‘যে ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে’—হাসনাত আব্দুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, ‘যে ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে’। এ মন্তব্য তিনি ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় ফেসবুকে করেছেন।

এদিকে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার দুপুরে শুরু হওয়া সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টাধাওয়া বিকেল পর্যন্ত চলতে থাকে।

শেষ খবর অনুযায়ী, কুয়েটে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।