গাজার ত্রাণে রেডিমেড ঘর পাঠাচ্ছে জর্ডান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:২৭ অপরাহ্ণ
গাজার ত্রাণে রেডিমেড ঘর পাঠাচ্ছে জর্ডান

ফিলিস্তিনের গাজা উপত্যকায় এবার ত্রাণ বহরের সঙ্গে রেডিমেড ঘর পাঠানো শুরু করেছে জর্ডান। রাষ্ট্র পরিচালিত সংস্থা হাশেমি চ্যারিটি অর্গানাইজেশন এসব ঘর পাঠাচ্ছে। সংস্থাটি সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে গাজায় পাঠানোর জন্য প্রস্তুত রেডিমেট ঘরগুলো দেখানো হয়েছে। ভিডিও থেকে বোঝা যায়, সশস্ত্র বাহিনীর সহযোগিতায় দেশটি গাজায় তাদের ত্রাণ কার্যক্রম ব্যাপকভাবে শুরু করেছে।

কয়েকদিন আগে গাজায় ইসরায়েলি আগ্রাসনে ঘরবাড়ি হারানো বাস্তুচ্যুতদের জন্য তাঁবু পাঠিয়েছিল হাশেমি চ্যারিটি।

সংস্থার সেক্রেটারি জেনারেল হুসেইন শিবলি জানান, গাজায় মানবিক প্রচেষ্টাকে আরও জোরালো করতে এই ঘর পাঠানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি অবকাঠামো শক্তিশালীকরণসহ আরও সহায়তা প্রদানের লক্ষ্যে একটি বর্ধিত পরিকল্পনার অংশ। তিনি বলেন, “আমরা তাদের দুর্ভোগ লাঘবে দ্রুত এবং কার্যকর সমাধান সরবরাহ করতে চাই।”

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, রাজা দ্বিতীয় আবদুল্লাহর নেতৃত্বে জর্ডান ফিলিস্তিনিদের সমর্থনে গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত রেখেছে এবং সংকটের শুরু থেকেই চিকিৎসা ও ত্রাণ সহায়তা বন্ধ করেনি।