পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি শুরুর দিনে বন্দুকধারীর হামলায় পুলিশ কর্মকর্তা নিহত।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৫৩ অপরাহ্ণ

পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী দিনে এক বন্দুকধারীর হামলায় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। বাজাউর জেলার আফগান সীমান্তের কাছে একটি পোলিও টিকাদান দলের নিরাপত্তা দিচ্ছিলেন পুলিশ সদস্যরা। হামলাকারী দুই মোটরসাইকেল আরোহী গুলি করে একজন পুলিশ কর্মকর্তাকে হত্যা করে, তবে টিকাদান দল নিরাপদ ছিল। পাকিস্তান ও আফগানিস্তানে পোলিও এখনও মহামারি, এবং জঙ্গিরা প্রায়ই টিকাদানকারীদের লক্ষ্য করে হামলা চালায়। চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি করেছেন, এবং পুরো দেশের তিনটি ভেন্যুতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আপনার মতামত লিখুন