ভারতের পুলিশ কাশ্মীরে বইয়ের দোকানে অভিযান চালিয়ে ইসলামিক পণ্ডিতের বই জব্দ করেছে

ভারতের পুলিশ কাশ্মীরের বেশ কয়েকটি বইয়ের দোকানে অভিযান চালিয়েছে, যেখানে তারা ইসলামিক পণ্ডিত আবুল আলা মওদূদীর লেখা শত শত কপি বই জব্দ করেছে। এ ঘটনায় মুসলিম নেতাদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পুলিশের দাবি, তাদের কাছে গোপন গোয়েন্দা তথ্য ছিল যে, নিষিদ্ধ সংগঠনের মতাদর্শ প্রচার করে গোপনে বইগুলো বিক্রি এবং বিতরণ করা হচ্ছিল।
পুলিশের অভিযানে দোকান মালিকরা জানান, তারা পাকিস্তানের জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদূদীর বইগুলো জব্দ করেছে। যদিও পুলিশের পক্ষ থেকে লেখকের নাম প্রকাশ করা হয়নি, তবে স্থানীয় দোকান মালিকরা এমনটাই দাবি করেছেন।
১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকেই ভারত ও পাকিস্তান কাশ্মীরের ওপর নিজেদের অধিকার দাবি করে আসছে। কাশ্মীরের স্বাধীনতা বা পাকিস্তানের সঙ্গে একীভূত হওয়ার দাবিতে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী ভারতীয় বাহিনীর সঙ্গে দীর্ঘকাল ধরে লড়াই করছে। এই সংঘর্ষে বহু মানুষ নিহত হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু-জাতীয়তাবাদী সরকার ২০১৯ সালে জামায়াতে ইসলামীর কাশ্মীর শাখাকে ‘বেআইনি সংগঠন’ হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছিল। পুলিশি অভিযান শুরুর আগে সাদা পোশাকের কর্মকর্তারা শ্রীনগরের প্রধান শহরে গোপনে অনুসন্ধান শুরু করেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে ভিন্নমত দমন এবং স্থানীয় জনগণকে ভয় দেখানোর জন্য এই পদক্ষেপটি তুলে ধরেছে। কাশ্মীরের ধর্মীয় নেতা উমর ফারুক পুলিশি পদক্ষেপের তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, এই ধরনের অভিযান হাস্যকর এবং তথ্যের যুগে বই জব্দ করার কোনও যুক্তি নেই।
এছাড়া, ২০১৯ সালে মোদি সরকার কাশ্মীরের আংশিক স্বায়ত্তশাসন বাতিল করার পর থেকে নাগরিক স্বাধীনতা মারাত্মকভাবে খর্ব হয়েছে বলে সমালোচকরা দাবি করেছেন।
আপনার মতামত লিখুন