মির্জা ফখরুলের বক্তব্য: নির্বাচন ও অন্তর্বর্তী সরকারের আন্তরিকতা নিয়ে সন্দেহ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তরের আন্তরিকতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তিনি জানান, দেশের মানুষ গণতান্ত্রিক পথে ফিরতে চায়, তবে সরকারের নির্বাচন দেওয়ার জন্য আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে ছাত্রদল আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি ফ্যাসিবাদীদের ক্ষমা চেয়ে রাজনীতি করার বিষয়টি প্রত্যাখ্যান করে বলেন, গণহত্যাকারীরা রাজনীতিতে ফিরে এলে জনগণ তা মেনে নেবে না।
মির্জা ফখরুল বলেন, নতুন রাজনৈতিক দল গঠনের জন্য সরকারের পৃষ্ঠপোষকতা জনগণ মেনে নেবে না। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে, সরকার ফ্যাসিবাদীদেরও স্থান দিতে চায়।
তিনি নেতাকর্মীদের প্রশ্ন করেন, “এটা কি আপনারা মেনে নিতে পারবেন?” উপস্থিত নেতাকর্মীরা একযোগে “না” বলে সাড়া দেন।
মির্জা ফখরুল মন্তব্য করেন, “যদি অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারায়, তবে আবারও একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে।” তিনি সতর্ক করে বলেন, এক-এগারো ধরনের পরিস্থিতি তৈরি করলে জনগণ তা কখনোই মেনে নেবে না, কারণ বিএনপি সেই সময় সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত ছিল।
আপনার মতামত লিখুন