চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশ কিভাবে শুরু করেছে?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৩৫ অপরাহ্ণ
চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশ কিভাবে শুরু করেছে?

তামিম ইকবালের একটি ভিডিও মোবাইলে ঘুরে বেড়াচ্ছিল, যেখানে দেখা যায়, তিনি ফোনে স্কোর চেক করতে করতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রবেশ করছেন। হঠাৎ করে মাথায় হাত দিয়ে থেমে যান। এর কারণ ছিল, বাংলাদেশ তখন ৩৫ রানে পঞ্চম উইকেট হারিয়েছে, যা দেখে তামিমের এমন প্রতিক্রিয়া।

আরেকটি ঘটনা, নবম ওভারে অক্ষর প্যাটেল পরপর দুটি বলে তানজিদ হাসান এবং মুশফিকুর রহিমকে আউট করেন। এর পর, দুবাই প্রবাসী দুই বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মীর মধ্যে কথোপকথন শোনা যায়। তাঁদের ‘বিশেষজ্ঞ মতামত’ ছিল যে, বাংলাদেশের ব্যাটসম্যানদের ক্রিকেট বাদ দিয়ে অন্য কাজ খোঁজা উচিত।

শেষ পর্যন্ত বাংলাদেশ ৬ উইকেটে ম্যাচটি হারায়। ভারতের লোকেশ রাহুল ৪১ রানে অপরাজিত থেকে জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন, এবং শুবমান গিল ১০১ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশ যখন ৩৫ রানে ৫ উইকেট হারিয়েছিল, তখন তাওহিদ হৃদয় ও জাকের আলী ১৫৪ রানের একটি জুটি গড়েন, যা চ্যাম্পিয়নস ট্রফির ষষ্ঠ উইকেট জুটিতে সর্বোচ্চ।

তবে, এই জুটি ছিল সংগ্রামের ফল। হৃদয় ব্যক্তিগত ৮৬ রানে পায়ের মাংসপেশিতে চোট পেয়ে মাটিতে পড়ে যান, কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে সেঞ্চুরি করেন। তাঁর ইনিংসটি শেষ হয় ১১৪ বলে সেঞ্চুরি করার পর। জাকের আলীও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, ৬৮ রান করে।

বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয়ে এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল, তবে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ের দুর্বল শুরুর পর ভবিষ্যতের জন্য আশাবাদী থাকা কঠিন হয়ে পড়েছে।