তিন বছর পর চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে এল একুশের অনুষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:১৯ পূর্বাহ্ণ
তিন বছর পর চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে এল একুশের অনুষ্ঠান।

তিন বছর পর চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর ঐতিহ্য ফিরে এসেছে। গতকাল রাত ১২টা ১ মিনিটে পুলিশ সশস্ত্র অভিবাদনের মাধ্যমে পুষ্পস্তবক অর্পণের আয়োজন শুরু হয়। প্রথমে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। এরপর সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা শহীদ মিনারে ফুল দিয়ে তাদের শ্রদ্ধা জানায়। ২০২২ সালে শহীদ মিনারের নতুন সংস্কার কাজ শুরু হওয়ার পর এবার জনসাধারণের জন্য পুনরায় এটি উন্মুক্ত করা হয়েছে।